সেই সব ক্লান্ত দিনে যখন
ঝরে পড়া শিমুলের ফুলে উড়ে এসে বসে প্রজাপতি এক,
বসন্তদূতের সাথে গেয়ে ওঠে 'বউ কথা কও'
কিছু ফুল হেসে ওঠে অস্তমিত সূর্যের সোনালি আলোয়,
সেই সব দিনে তখন
তোমারই সাথে হবে দেখা,
কোমল সে হৃদয়ে রবে কেবল একখানি ছবি আঁকা।
সদালাপী সে চোখের অনালাপী ভাবে
আমি ভীত চোখে চেয়ে রই, বিস্ময়ে!
অনাগত বসন্তবিহারের সম্ভাবনায়।