এ কুঠিরে শুধু বিষন্নতা
উৎকট গন্ধে ভরপুর উঠোন।
ও গন্ধ থেকে ডানা মেলে নীলচক্ষু পাখি,
তার নামও নাকি বিষন্নময়ী !
এখানে কেউ হাসতে জানে না
ওরা কখনো নাকি হাসি দেখে নি,
হাসির ধ্বনিও শোনে নি !
এখানে সবাই জানে শুধু একটা কথা
রঙ হবে কালো, ছড়াবে বিষন্নতা।
জানালা দিয়ে যে বাতাস বইবে,
সে বাতাসে মিশে থাকবে কান্নার আওয়াজ।
সে বাতাস কানে কানে বলে যাবে
চিনে নিও আমায়, আমি বিষন্নতার ছায়া।
এ বিষন্নতা দূরীভূত করা যায়
তবে কুঠিরের মায়ায় ওরা আবদ্ধ
ওরা বিষন্নতাকেই ভালবাসে।
কেউ কখনো এর প্রাচীর ভাঙার
বৃথা চেষ্টাও করে না।