ঝুলন্ত এই ফুল বাগানে
রোজ কত রঙের ফুল ফোটে,
কত পাখি এসে ভিড় জমায়,
কত কলি তার যৌবন হারায় !
প্রতি নিয়তই চলে নতুনের আগমন
যোগ্য দের আবাসন,
পুরাতন, জরাজীর্ণ, ধ্বংসাবশেষ দের
চলে বিতাড়ন।
সুবাস ছড়াবে ! তোমার মূল্য ঢেড়,
যৌবন হারাও, তোমার কদর নয় আধা সের ।
বিষন্ন, ভগ্ন হৃদয় হয়ো না
সংকল্প সঞ্চারিত করো,
রবে চিরযৌবনা।
চিরন্তন রবে সুবাসিত,
ছড়াবে তোমার মহীরুহ মহিমা
লুকায়ে রেখ যদি হয় কিছু ক্ষত।
প্রজাপতি তোমার খোঁজ নিল না !
তাতে তোমার কিছু যায় আসে না,
এ জগতে অভাব নেই
স্বপ্নচারী শত ভ্রমরের।