তবুও বলি এ আমার সুখের সংসার
উত্তরে আসে" কে বলেছে? ছুটি দরকার"
সময় বড়ই অল্প এখানে, ওখানে অনেক বেশি
তাও ভালো, আমি নই, ওটাই সর্বনাশী।
ওটা করে নাশ এ গাছের নতুন পাতার দল
শক্তি নেই, তবুও ভাবে ওটাই আসল বল।
ও বাতাস যবে উড়ায়ে নেবে সাজানো রঙিন ঘর
ভাঙা ঘরে পরে রবে তুমি, আপন করবে পর।
যতোই রঙিন হোক না কেন দূরের হাজার নাও
কাছে আসতে রঙ ফুরবে, তবুও মরীচিকা তরে যাও!
ঘুরায়ে ফিরায়ে সেই এক নদ, সেই পরিচিত স্থল
চার পাশের চেনা জানা সব, সেই সে কালো জল।
এ মাঝেই রয়েছে যত আসল মন্ত্র গুণ
এখন বৈশাখ, ধৈর্য ধর আসবেই রঙিলা ফাগুন।