ভালোবাসা কি আকাশ থেকে আসে ?
মেঘেদের মতো,
অথবা বৃষ্টির মতো,
কিংবা বজ্রপাতের মতো ?
তীব্র খরায় চৌচির মাটির বুকে
আকাশ থেকে বর্ণহীন জলধারা ছুটে এলে
মাটির হৃদয় শীতল হয়,
ভালোবাসায় শীতল হয় মানুষ।
আকাশ থেকে কখনো রোদ আসে
কখনো বৃষ্টি
কখনোবা রোদ-বৃষ্টি।
ভালোবাসা আকাশের মতো খেলতে জানে।
ভালোবাসা নীল ভালোবাসে
অথবা শুভ্র ।
আকাশের রং তো কালোও হয়।
আকাশের মতো বিশালতা
অথবা শূন্যতা
মিশে থাকে ভালোবাসায়।
ঋতু হারালে আকাশ হারায় মৌলিকত্ব
ভালোবাসা বিনা মানুষ মনুষ্যত্ব ।
আকাশের রং কালো হলে ঝরে বৃষ্টি
আর ভালোবাসায় অশ্রু।
ভালোবাসা বুঝি আকাশ থেকে আসে।
দু জনায় দৃঢ় মেলবন্ধন।
অথচ একে-অপরে বহুদিনের অপরিচিত।