ক্ষুদ্ধ মেঘের রাগের ফসল আমি,
বজ্রপাত জানিয়ে দেয় আমার উপস্থিতি    
কবির ভাবনা আমি,
কবিতা বলে আমার কথা ।
ফসলের মাঠ আমি,
কৃষকের হাসি আমার চাওয়া।
রঙিন ফুলে ভরা শাখা আমি,
ভ্রমর জানে আমার প্রয়োজনীয়তা।
খরস্রোতা নদী আমি,
কলকল ধ্বনি আমার বয়ে চলা ।
এক পশলা বৃষ্টির পরের সূর্য আমি,
রংধনু আমার হাসি ।
বিলে ফোটা পদ্ম আমি,
আমায় দোলা দেয় জলের ঢেউ  ।
আমি এক আদীম প্রহর,
যার প্রতিক্ষায় বসে আছে কেউ ।


রচনাকালঃ ২৯ জানুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দ