তোমার কন্ঠ বাজে
আমার হৃদয় মাঝে
মন্ট্রিলে শীতের দুপরে
একলা যবে ঘড়ে ।

বাইরে তুষারের খেলা
শুভ্র রঙের মেলা
যেন কাশফুলের বন
তোমার মনের মতন ।

বরফ ঢাকা শহরে
নির্জন এই প্রহরে
তোমার উষ্ম স্মৃতি
হৃদয়ে এনেছে প্রীতি ।

আজ সারাদিন ধরে
মনের অতল গভীরে
তোমার অবাধ বিচরণ
উদাস করেছে মন ।

মৃদু পায়ে একবার
এসো প্রিয়ে আমার
হিমেল হাওার মতন
শীতল কর মন ।

মন্ট্রিলে, ২০০১