বৃষ্টির ছোঁয়ায় মন ভেজাতে জানালা যখন খুলি,
দমকা হাওয়া উড়িয়ে দেয় পুরানো লেখাগুলি।
উড়তে থাকা হলুদ পাতায় তোমার কথাই যত,
বারবার দেখেও আশ না মেটা তাজমহলের মত।
কুড়িয়ে নেওয়া পাতার ভাঁজে হারিয়ে যাওয়া দিন,
আজও তাদের আগলে রেখেছে জংধরা আলপিন।
আকাশ জুড়ে মেঘ করেছে, কান্না নেই চোখেতে।
সবকিছু হয়ত যায়না বাঁধা একই মাপের সুতোতে।
মনখারাপের সংজ্ঞা না পেয়ে আজ আখর কাটি দাগে,
সে চলে গেছে, তবু মনে হয় যেন ছিল একটু আগে।