আজ একবার সময়কে বলে দাও ছুটি,
ভুলে যাই সমস্যাদের সেনসেক্স।
আগের মত অন্য রুটের বাসে উঠি,
আমার কাঁধে মাথা রেখে বলো- এই বেশ।
আজ একবার বসি দুইজনে ওই কফিশপে,
কফির আঁচে শোনাই দু-চারটি কবিতা।
শেষ হয়েও শেষ হইনি আমাদের এই গল্পে,
এখনও পাড়ি লিখতে অনেক রূপকথা।
আজ একবার ফিরে যাই সেই ফুটপাতে,
নিয়ন আলোয় দেখি তোমার রূপ।
ক্লান্ত চোখ ঢেকেছে মোটা চশমাতে,
ভিড়ের মাঝে কুড়িয়ে নেব সুখ।
আজ একবার ফিরে এসো ইমসোমনিয়ার রাত্রিতে,
মেঘের আড়ালে লুকিয়ে রেখেছি কান্না।
জড়িয়ে ধরো এই মনকেমনের বৃষ্টিতে,
একবার বলো- তোমায় ছেড়ে আর যে থাকা যায়না!