বাড়তে থাকা দূরত্বের সাথে, মানিয়ে নিয়েছি বেশ।
রাত বাড়লে ডানা ঝাপটানো দু-একটি এস.এম.এস।
এইভাবেই হয়ত কাটবে দিন। সময়ের সাথে হারাবে গতি।
দুরন্ত ট্রেনও কারশেড নেয়। থেমে যায় প্রেমের আকুতি।
ক্যানভাসের আজ রং ফিকে। স্মৃতির চাপে ওজন বাড়ে।
সতেজ বাগানও শুকিয়ে যায়, বাড়তে থাকা অনাদরে।
আবার কোনদিন তুমি যদি নতুন করে ঝিনুক কুড়াও
দেখবে সেখানে নেই আমি, অল্প কথার গল্প গুলোয়।
শুধু পড়ে থাকবে মুহূর্তেরা। হারাবে না তাদের কেউ।
স্টিমার দেয় দিগন্তে পাড়ি। তীরে ফিরে আসে অনেক ঢেউ।