কুয়াশায় ঢাকা শীতের রাত। ক্লান্ত আলোয় পাড়া নিঝুম।
চোখের কোলে পুরানো স্মৃতিরা। হারিয়েছে রাতের ঘুম।
তোমার কথায় বিভোর হয়ে জানালাতে রেখেছি চোখ।
মন চাইছে শীতের রাতেও দু-চার ফোঁটা বৃষ্টি হোক।
মনে পড়ে, সেই বৃষ্টির দিনে গোড়ালী ভেজা রাস্তাঘাট।
ছাতার নিচে আমরা দুজন। নিঙিয়ে যাওয়া পাপড়িচাট।
শীতল হাওয়ায় শহরের বুকে কমতে থাকা ব্যস্ততায়
আমরা দুজন পথ হেঁটেছি একই শালের উষ্ণতায়।
সবই ছিল। এখনও যেমন আছে, জল আর বালি পড়ে।
শুধু সময়ের সাথে সমুদ্র আজ গিয়েছে অনেকখানি সরে।