শুনলাম তুমি এই শহরে, ফেসবুকে লেখা অফিস ট্যুর।
তোমার অফিস আর আমার বাড়ি, আজও যে অনেক দূর।
মাঝখানে কোথাও বসা যায়না, নিয়ন আলোয় রাস্তাঘাট।
কফির আমেজে জমবে কথা, দেখা হয়নি বছর আট।
কলেজ জীবনের উড়োচিঠি, কখনও পাঠানো খেয়ালী খাম।
হারিয়ে গেছে সেই দিনগুলি, বদলে গেছে আজ কফির দাম।
সে যাই হোক, কম বেশির হিসাব আমি আর রাখিনা।
চশমার কাচে বাড়ে বয়স, অঙ্কেরা আজ মেলেনা।
এক জীবনে সকল পাওয়া কে বা আর পেতে পারে?
নতুন বছরে ৫টা নাগাদ থাকব আমি, আসবে কফি কর্নারে?