আজ না হয় মাথায় ছাতা। মেঘ ডাকলে ডরায়।
একটা সময় তারও ছিল, বৃষ্টি নামলে পাড়ায়।
শ্রাবণধারা মুঠোয় ভরে ছুটত রাখাল বেশে
শহর জুড়ে মেঘ তাড়াত মনমাতানো উল্লাসে।
আজ না হয় তার বন্দী জীবন। ল্যাপটপে কাটে বেলা।
একটা সময় সেও করছে, বৃষ্টির সাথে খেলা।
জলস্রোতে ভেসে যেত কলম ধরা হাতে
অভিমানী মেঘ বৃষ্টি ভিজত, সকল কবিতাতে।
আজ না হয় সে ব্যর্থ মানুষ। মন ভরেছে ধুলোয়।
এখনও মেঘ-বৃষ্টিরা করে খেলা, তার পুরানো লেখা গুলোয়...