ভুল প্রেমের মায়াজালে জড়িয়ে অতিবাহিত হল বহু দিবস,
নিঃর্শত প্রেমের বাসনায় আজও এই প্রান রয়ে গেছে বিবশ...
মানুষ চিনতে ভুল করি, বিশ্বাসের রোদে নিজেকে করি অঙ্গার,
ভুলে যাই মুল্যবোধের দৌড়ে আজ প্রতারনা পেয়েছে অগ্রাধিকার...
তবুও প্রতারকদের সংসর্গে আজও শরীরে সৃষ্ঠি হয় তরঙ্গ,
তাদের মেকি ভালবাসার স্পর্শে তপ্ত হয় অঙ্গ-প্রত্যঙ্গ...
এক গদ্যে-পদ্যে আজও মোহিত হই, ভুলে যাই ব্যপ্ত সজল-ভৈরবী,
অলীক সুখে মত্ত হয়ে উঠি, বিস্মৃত হয় অতিবাহিত বেদনার ছবি...
যখন তারা ত্যাগ করে আমায়, মনের সব বাসনাগুলি রূপ নেয় ঝরাপাতার,
এক এক করে তারা ঝরে পড়ে, প্রতিযোগীতায় লিপ্ত হয় শূন্যস্থান সৃষ্টি করবার...
জীবনের সমীকরণে দেখি আজ সুখের পাতা গুলি প্রায় সব নিঃশেষ,
অন্তহীন অপেক্ষায় আজ এই মন, শাখা-প্রশাখা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টাই অবশেষ....