পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের নেই কোন পরিচয়,
জনগনণার উর্দ্ধে ওরা, জাতীর কাছে অপচয়...
তবুও ওরা মানুষ, ওরাও বাঁচে আমাদের মত অক্সিজেন নিয়ে,
ওদেরও আছে ব্যসন যা পূর্ন করে কিন্ঙ্চিত উচ্ছিস্ট দিয়ে...
ওদের শরীর যেন হারমনিয়াম এর রীড, নেই সভ্যতার পরিপাটী,
ওরা পারেনা ভদ্রতার মুখোশ পড়তে, ওদের শিশুরা পায়না শৈশবের খেলনাবাটী...
তবুও ওরা মানুষ, ওরাও প্রতিদিবস দেখে আমাদের মত রঙীন সূর্য,
ওরা জানেনা, ওরা বোঝেনা, ওদের জন্ম দিয়েছে কোন দুঃসময়ের বীর্য...
ওরা প্রত্যহ লড়াই করে, বাঁচার জন্য খায় সমাজের পায়ে লুটপুটি,
ওদের কাছে হয়ত পৃথিবী সত্যি গদ্যময়, পূর্নিমার চাঁদ যেন ঝলসান রুটি...
(প্রকাশিত)