আসলে কোন প্রেম নয়
আসলে কোন ভালবাসা নয়,
সেতো তোমারি রোগ
সেতো তোমাকেই ভোগ।।
তোমার কাছে যে প্রেম চায়,
তোমার কাছে যে ভালবাসা চায়,
জান কি তুমি তার আসল উদ্দেশ্য
তা নয় কোন প্রেম,
তা নয় কোন সুখ,
আসলে তা যে তোমাকেই ভোগ।।
কেউ চায় না কারো মণ,
কেউ দেখে না কাউকে নিয়ে কোন স্বপন,
সবার মনে একটাই লোভ,
তোমাকেই ভোগ, তোমাকেই ভোগ।।
কেউ যদি তোমাকে নিয়ে,
দেখতো কোন স্বপন,
কেউ যদি তোমাকে নিয়ে
দেখতো কোন স্বপন,
কেউ যদি তোমাকে আসলেই করতো আপন,
তাহলে তুমি চলে যাওয়ার পর,
তাহলে তুমি ছেড়ে যাওয়ার পর,
চাইতো না অন্য কোন সাথী,
মনে তাহার জ্বালতো না অন্য কারো বাতি,
তোমারি ভাবনায়,
সে হয়ে যেতো নিশ্চল, নিশ্চুপ।।
সারাক্ষণই থাকতো সে তোমারি পাগল,
বুকে তাহার জ্বালতো তোমার প্রেমেরই অনল,
মণের মাঝে দেখতো সারাক্ষণ তোমারি রুপ।।
সারাক্ষণ করতো তোমাকেই খোজ,
তোমার জন্যই থাকতো অবুঝ,
তোমার কাছেই করতো মুভ।।
তোমারি সাথেই সারাক্ষণ করতো খেলা,
তোমারি সাথেই বসাতো প্রেমের মেলা,
করতো শুধু তোমারি জব।।
আসলে তা কোন প্রেম নয়,
আসলে তা কোন ভালবাসা নয়,
কারন একমাত্র তোমাকেই ভোগ।।