তোমাকে দেখার পর,
ভেঙে গেলো আমার ঘর।।
চিনিনা এখন আমি মা-বাবা, ভাই-বোন
চিনি না কোন বন্ধু-বান্ধব,
সবই যে হলো আমার পর।।
কোথায় আমার বাড়ি
কোথায় আমার ঘর,
খোজে পাই না আমার ঠিকানা,
হৃদয় মাঝে আমার শুধু
তোমার প্রেমের ঝড়।।
আমার সারা দেহে ফোটে
শুধু তোমার প্রেমের ফুল
হারাই শুধু হারাই কূল,
লাগে শুধু ডর।।
তোমাকে দেখা পর।
কখন সকাল হয়,
কখন হয় বিকাল,
কখন দিন হয়,
কখন হয় রাত।
বুঝিনা আমি বুঝিনা,
তুমি ছাড়া কোন কিছু খুজিনা,
তোমার প্রেমেই সারাক্ষণ থাকি বিভোর।।
কখনও হই আকাশ, কখনও হই বাতাস,
কখনও হই সূর্য, কখনও হই তারা,
কখনও হই ফুল, কখনও হই ফল,
কখনও হই নদী, কখনও হই সাগর।।
সারাক্ষণ তোমারি সঙ্গে,
তোমার অসীম সুন্দর ঐ অঙ্গে,
তোমার ঐ হাতের ভিতর,
তোমার ঐ পায়ের ভিতর,
তোমার ঐ মুখের ভিতর,
তোমার ঐ চোখের ভিতর।।
সারক্ষণ শুনি তোমার কথা,
গাই তোমার গান,
তোমার সাথেই যত মান-অভিমান,
তুলি শুধু তোমার প্রেমের সুর।।
থাকতে পারিনা বসে আমি,
থাকতে পারি না দাড়িয়ে,
তোমারি কাছেই থাকি সারাক্ষণ হারিয়ে,
থাকতে পারি না শুয়ে আমি
থাকতে পারি না ঘুমিয়ে,
তোমার পিছেই সারক্ষণ পারি দৌড়।।
হয়ে গেছি আমি অন্ধ,
দেখিনা কিছুই,
পাই শুধু তোমার প্রেমের গন্ধ,
দেখি না কোন আলো,
দেখি শুধু আধার, আর জঙ্গল,
যা তোমার প্রেমে বিশৃঙ্খল,
কিছুই নেই জীবিত,
তোমার প্রেমের দহনে মরে গেছে সব।।