তোমার মাঝে জন্ম সবার,
তোমার মাঝেই মৃত্যু।
তোমার মাঝে শিশু সবাই,
তোমার মাঝেই বৃদ্ধ।
কিন্তু হই খুব আশ্চর্য,
যায় না তোমায় দেখা,
কোথায় তোমার বাড়ি-ঘর,
কোথায় তোমার ঠিকানা।
কিন্তু তবও,
সারা পৃথিবী, এই বিশ্ব জগৎ,
রয়েছে তোমার মাঝেই আবদ্ধ।
ফোটাও তুমি ফুল,
ফোলাও তুমি ফল,
তাই না দেখে মানুষ হয় হয় পাগল।
তোমার কথা কেউ কয় না,
জানে না কেউ,
তোমার কাছে রয়েছে সবার দখল।
তোমার মাঝেই চন্দ্র, সূর্য,
তোমার মাঝেই হয় দিন-রাত।
তুমি ছাড়া পাবে না কেউ,
কোন সুখের স্বাদ।
তুমি ছাড়া হবে না কোন সৃষ্টি,
কেউ দিতে পারবে না,
কারো প্রতি কোন দৃষ্টি,
থাকবে না কোন বংশ,
এক নিমিষেই সবকিছু হয়ে যাবে ধ্বংস।।