দেখিতেছো যে আকাশ
আসলে আকাশ তা নয়,
দেখিতেছো যে মাটি
আসলে মাটি তা নয়,
আমি বলিতেছি তোমাদের,
জেনে করো না মণক্ষুন্ন,
আসলে সবই শূণ্য, সবই শূণ্য।।
দেখিতেছো যে জীব-জানোয়ার,
দেখিতোছো যে মানুষ,
আসলে তা কোন জড় নয়,
আসালে তা কোন জীবও নয়,
সবই অন্য, সবই শূণ্য।।
কোথায় কার বাস,
কোথায় কার ঠিকানা,
কেউ তা জানে না,
তবুও আমরা বলছি,
এ জীবন ধন্য, এ জীবন ধন্য।।
আকাশও কোথাও নাই,
বাতাসও কোথাও নাই,
মাটিও কোথাও নাই,
পানিও কোথাও নাই।
সবই চোখের ভুল,
শুধু করছে মোদের বিভ্রান্ত।।
দেখে ফুল, দেখে ফল
হয়ে যাই পাগল
দেখি না একবারও
কোথায় তাদের শিকল।।
ছলনার ভিতরে মোরা
রয়েছি আবদ্ধ,
মোদের আকড়ে ধরে আছে,
দিধা আর দ্বন্দ্ব।।
কখন সেখান থেকে ছুুটবো,
আসল জীবণ দেখবো,
ছুটাবো মণের বন্য
সবই শূণ্য, সবই শূণ্য।।