কাছে আসলাম, ভালবাসলাম,
হলো প্রেম, হলো সুখ।
তবুও মণের ভিতর রইলো ধুক ধুক।।
কি জানি চাওয়া, কি জানি পাওয়া,
হলো না, হলো না,
কেঁদে গেল শুধু বুক।
এত টাকা এত পয়সা,
তবুও হারাই দিশা,
মণের ভিতরে ধরে তবু কাহার নেশা,
কাহার তড়ে কেঁদে মরে মণ,
দেখে কাহার মুখ!
তাহারই পিছনে দৌড়াই,
তাহারই গান গাই,
করি ভুল, হারাই কূল,
করিতে তারে ভোগ।।
মণের মাঝে অসীম সুধা,
মিটে না ক্ষুধা,
জাগে শুধু লোভ,
করছি শুধু মুভ।।
করে গেলাম শুধু চিকিৎসা,
পেলাম না কোন ঔষধ।।
অবশেষে খুজলাম,
খোজে খোজে বুঝলাম,
মানুষের জীবনটাই একটা রোগ।।