সবাই বলছে আমরা বেঁচে আছি,
আমার বেঁচে আছি।
আমার কাছে লাগে খুব বিস্ময়,
আসলে আমরা সবাই মরে আছি,
এটা কেউ নাহি দেখতে পায়।।
আমাদের দেহটা চলে খাদ্যের শক্তিতে,
আমরা কথা বলছি, চলাফেরা করছি তারই শক্তিতে,
বেঁচে আছি তাহলে কোন যুক্তিতে।।
আমরা নি:শ্বাস নিচ্ছি হাওয়ায়,
প্রাণশক্তি তারই পাওয়ায়,
আমাদের সবকিছু অন্যের করুণায়,
সবকিছু অন্যের দয়ায়।।
নিজের নিয়ন্ত্রণ নাই নিজের নিজের কাছে,
খরছি আমরা অন্যের পিছে,
জীবনটা চলছে অন্যের ছায়ায়।।
তাহলে আমি বলবো,
আমরা কেউ বেঁচে নাই,
সবাই আমরা মরেই আছি।।