ক্ষমার অযোগ্য আমি, জানি
তবু তোমার হাতে হাত রেখে
চেয়ে নিচ্ছি মার্জনা তোমার
তুমি তো জানো, কতটা জুলুম করেছি
নিজের প্রতি
কতবার কতজনকে হত্যা করেছি
আর তুমি প্রতিবারই বাঁচিয়ে দিয়েছ
তুমি তো জানো
পুবের আকাশটিকে কীভাবে
পশ্চিমে ঘুরিয়ে দেওয়া যায়
কিংবা লোহিত সাগরের একটা মাছকে এনে
কীভাবে বাঁচিয়ে রাখা যায়
আমার বাড়ির মিষ্টি জলের ডোবায়
আমি চেয়ে নিচ্ছি ক্ষমা এই বর্ষণমুখর রাতে
যখন তোমার দরবারে বান্দাদের প্রতিটি প্রার্থনাই
কবুল হওয়ার সম্ভাবনা থাকে
তোমার প্রেমে পরিপূর্ণ পাগল হতে পারিনি বলে
লজ্জায়, অপমানে মরে যাচ্ছি, প্রিয়
আমাকে বাঁচিয়ে দাও
আমাকে উদ্ধার করো দুনিয়ার দজ্জাল থেকে