অজস্র ভুল মিথ্যে নিয়ে বাঁচা
তারই মধ্যে একটি দুটি সহজ সবুজ কাঁচা

সত্যি জ্বলে পথের মাঝে, ব্যথা
প্রাণ ছুটে যায় প্রাণের দিকে
বোঝে না সে শরীর, অসারতা

জল যে ছোটে জলের দিকে
খলখলখলখল
তোমার আমার মধ্যিখানে
থাক না যতই বাঘ-ভল্লুক, অভেদ্য জঙ্গল