সেই উন্মার্গ ছায়াবিশ্বের দিকে
দৌড়ে চলেছি আমরা
যেখানে মৃত কোনও নগরীর
নাভি থেকে ফণা তুলে
দাঁড়িয়েছে সাপ
যার মাথায় মোরগঝুঁটি
গলায় লৌহশেকল
লেজে আদিমতম মশাল
আমাদের পথ আর পথের দুপাশে
অজস্র গাছ, পাখি
হরিণের চোখ
শান্ত মাটির দেয়াল
হাঁ করে তাকিয়ে আছে, দেখো