এই দেখা হওয়া দৈবাৎ - কোনও মানে নেই
এতদিন পর লাশ তুলে আনা কবরের
মাটি হয়ে গেছে যদি সব কথা, স্বপ্ন
সে-মাটিতে গাছ পুঁতেছি কিনা সে-খবরে
কী আর আসবে যাবে গো - তোমার বাগানে
বেশ তো ঘুরছে উড়ছে রঙিন পাখিরা
একটা গোলাপ ঝরে গেলে কোনও বাগিচাই
ফুরিয়ে যায় না - মনে রেখো তুমি, আখেরে
হয়তো চিনতে পারবে নিজেকে - কাশফুল
নদীতীরে একা রোদঝলমল আবেদন
সাদা হয়ে গেছে এতদিনে শ্বাসরুদ্ধ
পাথরের চাঁই চাপা দেওয়া যত বেদনা