নিবিড়, নিঃসঙ্গ কোনও ডানা নও
মেঘ নও, অভিমান নও তুমি
আকাশের তটে
সমুদ্র-অতীত কোনও সমবেদনাও তুমি
ছিলে না কখনও
এই বালুতটে তবু অন্তরঙ্গ এসো বসি একবার
সূর্যোদয় দেখি
বিপজ্জনক সব জলকেলি
ঝিনুক-উল্লাস মাখি গায়ে
তারপর, সূর্যাস্তরঙ নিয়ে যে যার বাড়ির দিকে
ফিরে যাই, চলো