কেবলই দ্রোহের জন্ম
কেবলই মুখোশ পরে ঘুরি ফিরি
অবলা শিশুর মতো ঝুনঝুনি বাজাই
ধিক, ধিক
তোমাকে চেনার অর্থ এই বুঝি
অন্যদিকে মুখ ফিরে থাকা
ভুলের পরেও ভুল
জেনেশুনে কেন এই ভুল
কেবলই পাপের জন্ম
পুন্যময় জীবনের বুকে
আমি তবু তোমার প্রত্যাশী
ক্ষমার অযোগ্য আমি
তবু হায়, ক্ষমার প্রত্যাশী