তোমরা যা ফেলে দাও
তা-ই নিয়ে ঘর বাঁধি আমি
উৎসব শেষ হলে
যেমন পাগলি হাসে খোলা মাঠে
হাতে নিয়ে রঙিন কাগজ-কুটো
বাদামের খোসা
গ্রীষ্ম রোদের গন্ধ রেখে যায়
শীত ছেঁড়া কাঁথা
বাসি খবরের পাতা
পড়ি আমি একটু শীতল হলে
রক্ত হেডিং
নলকূপে রেখে যাওয়া
একটি মেয়ের হাসি কবেকার
লুকিয়ে রেখেছি আজও
কুটিরে আমার
জীর্ণ আঁচল পেতে
ধরে রাখি তোমাদের
ইন্টারনেট থেকে ঝরে পড়া
কবিতার লাশ