রাতের নৈঃশব্দ্য বুঝি সুর নয়
তবে কেন দগ্ধ  হবে আরও

এবারে শোনাও একটু মেঘ-রাগ
হাওয়া নেই, বৃয্টি হবে জোর

বৃষ্টির ভেতরে দেখি অনর্গল
গলে যাওয়া তুমি

কীভাবে ফোটাও রঙ অন্ধকার
পাষাণ ফলকে

পাথরে আগুন থাকে, থাকে জল
কে যে কার জীবন, মরণ

তোমাকে জেনেছি শুধু বিসমিল্লা -
বিদ্যুৎক্ষরণ