ওসব চলে না আর
দশ পয়সা, বিশ পয়সা, সিকি বা আধুলি
দেহের ওপরে মন
মনের ওপরে এক অপার্থিব চলাচল দেখি
সহজ স্রোতের ধারা কুলকুল বয়ে যায়
দুই তীরে বানিজ্য-নগর
কে নিবি, কী নিবি তোরা
কে কারে ডালিম-চারা উপহার দিবি
সাদা ঘোড়া, কালো ঘোড়া
সমস্ত আকাশ জুড়ে ব্যর্থ ছোটাছুটি
কে কোথায় যাবি বল, কতদূর যাবি
যা-কিছু অর্জন এই পৃথিবীতে
অচল পয়সা যেন, পকেটেই ঝনঝন বাজে