১-
আমরা মূলতঃ ছায়া
যে রঙেই সাজি
তোমার আমার ছায়া
একই রঙ মাখে

২.
তোমার ছায়াটিকে
আমার ছায়া ছুঁয়ে দিলেই
আমি রাজা
আমরা দাঁড়িয়ে থাকি
ছায়ারাই খেলা করে শুধু

৩.
তুমি ছেড়ে যাবে আমাকে
তোমার ছায়া থাকবে
আমি ছেড়ে যাবো তোমাকে
আমার ছায়া থাকবে
ওরাই ঘর-সংসার করবে