রুপোলি রাত্তির জুড়ে জেগে আছো
জেগে আছে তোমার অরণ্যপোড়া
ছাই,গন্ধ
বুভুক্ষু প্রণয় এক, বনেদি মাতাল
স্পষ্ট টের পাচ্ছো কোষে কোষে
বিদ্যুৎক্ষরণ তার, ডানাঝটপট
সমাসক্ত ছায়াপথটির বুকে দশ কোটি
যন্ত্রণার ক্ষত
দূরে দূরে একেকটি টেবিল ঘিরে
নক্ষত্র-চাঁদের সভা - পানাহার, হাসি-মশকরা
সারেঙ্গি বাজায় কে, কার বিয়ে ?
সোনামণি কতক্ষণ মাই-মুখে ঘুমিয়ে পড়েছে
হাতি নেই, ঘোড়া নেই, বিষণ্ণ বাদুড় এক
ঝুলে আছে কদমের ডালে