শিল্পী জানেন সব -
এই যে তামাশা, ছল, পটভূমি
নিমগ্ন ছায়া তার, সূর্য তার
যোগ আর বিভাজন, রঙ আর
রেখার বিন্যাস
আপাত স্থির ছবি - এই যে
ছন্দময়, গতিময় উদলা শরীর জুড়ে
ঢেউ তার
কোন বাঁকে উছলে পড়ে জল
কোথায় নিহিত তার আত্মক্ষয়
প্রাণভোমরাটি কোথায় নিজেকে খোঁড়ে
ক্ষমাহীন আঁচড়ে কামড়ে
কতটা গভীর ক্ষতে ফুটে ওঠে
সুন্দরের মুখ