নিজস্ব এক ভাটার টানে
ফিরছো এবার নিজের দিকেই
একটু-একটু মুক্ত হচ্ছো
খসছে তোমার জলের বাঁধন
সরছে বালি, নুনের ধারা
চোখের থেকে, জিভের থেকে
রৌদ্র এসে শুকিয়ে নিচ্ছে
শরীর তোমার, পোশাক-আশাক
আবার কবে জোয়ার-জলে
জাগবে তুমি কেউ জানে না
ভাসবে তুমি, শঙ্খ ঝিনুক
রাখবে এসে আমার তটেই