ভালেবাসা তুমি ঝরো...........
অবিরত.......
কোয়াশার শীতল পরশ হয়ে মাঠেঘাটে সবুজ ঘাসে,
অবুঝ সুখের শুস্ক গলির নিথর বালিকনায়,
ভালোবাসা তুমি ঝরো.......
আমার কাজলা দিদির ধান খেয়েছে জলে
তার বুকের ক্ষত ভরো,
সূর্য চোখের অগোচরে
শীতলক্ষ্যা নদীর তীরে
এক কিষানী রোদে পোড়া শুস্ক বুকে, তপ্ত সড়ক পর
ভালোবাসা তুমি ঝরো.....তার আচঁল বেয়ে
এক অনাবিল স্বপ্ন হয়ে ফাগুন মাসের আগে,
অন্ধকারে সিক্ত যত পথের ধুলো পদ্মকলি
শুকনো রুটির তালে
ভালোবাসা তুমি ঝরো......
অবিরত ঝরো।
লক্ষ শিশুর উদোম গায়ে শীতের চাদর
মিষ্টি রোদের স্নিগ্ধ ভালোবাসা তুমি ঝরো.....
অঝোরে আকাশ ফোড়ে ঝরো মাঠির নগ্ন বুকে দহন যত
একটু স্নেহের তৃষ্ণা ফোটা ফুলের টোঁঠে,
হে প্রিয়তম ভালোবাসা তুমি ঝরো অঝোর ধারায়....
ঘরহীনের ললাট ছুঁয়ে,
ফুটপাতে, ষ্টেশনে, পার্কে, ছাদহীন মানুষের ঘামের গন্ধে
ভালোবাসা তুমি ঝরো....
বাংলার জনপদে যেখানে যত ছিন্নমুল
এক চিলতে খুশির স্বপ্নে বিভোর
তুমি তাদের চোখে বারো মাসই চাঁদনী হয়ে ঝরো নিরন্তর...
ভালোবাসা তুমি ঝরো....
সব অসহায় রোগ্ন মায়ের শুকনো চোখে লক্ষ তারার দ্বীপ্তি হয়ে,
মৌন কবির আবেগ মাখা ভালোবাসা তুমি ঝরো...
রোজ সকালের পান্তা ভাতে
তুমি ঝরো , তুমি ঝরো, তুমি ঝরো নিরন্তর...