ভালোবাসা বুঝিনি তখনও
যেদিন প্রথম প্রেম পত্র লিখি,
শব্দের অজস্র বিশেষণে ভরে দিয়ে কাগজের প্রতিটি ভাঁজ
চিত্রিত করেছিলাম প্রিয়তমার অবয়ব;
ঠোঁটের লাল লিপস্টিক, কানের দুল
চোখের কাজল, মখমলি গাল...
ভালোবাসা কি
চোখে চোখ রাখা, ঠোঁটে ঠোঁট রাখা
হাতে হাত রেখে শিহরিত হওয়া।
ভালোবাসা কি লাইসেন্স বিহীন
ঠোঁটের ঘ্রাণে বিলোড়িত হওয়া,
শিশ্নের অবাধ অবগাহন ,
দু' শরীরের সন্ধি বিচ্ছেদ,
ভালোবাসা কি ধর্ষণের প্রতিশব্দ !
লোক মুখে শুনেছি অন্তহীন ভালোবাসা বাসির আখ্যান
শুনেছি ব্যর্থ প্রেমিকেরা বাউল সেজে পথে পথে
রাত জেগে বিরহের বৃষ্টিতে ভিজে,
কেউ কেউ কবি হয়; কেউ আবার সিলিং ফ্যানে ঝুলে
কেউ ঝাপ দেয় নদী জলে।
ভালোবাসা প্রার্থনা, পূজা।
স্রষ্টার নৈকট্য লাভের চর্চা,
ভালোবাসা মনুষ্যত্বের চাষাবাদ...
এ কথা বুঝবে কবে মানুষ!!