তোমার চোখে স্বপ্ন আছে
তোমার ঘরে স্বর্গ হাসে
তোমার আছে সুখ,
আমার ঘরের চার দেয়ালে
তিমির রঙ্গে কষ্ট ভাসে
আমার আছে দুখ।
তুই কি নিবি একটু খানি
দুঃখ আমার বুকের,
তুই কি দিবি একটু খানি
স্বপ্ন আমায় সুখের।
তোমার ধন রত্ন আছে
তোমার পায়ে চাঁদনী নাচে
তোমার আছে রুপ,
আমার প্রভাত নগ্ন পায়ে
ভাতের খুঁজে মাঠে ঘাটে
ঘামে ভেজায় ধুপ।
তুই কি নিবি একটু খানি
ধুপে ভেজা ক্লান্তি আমার,
তুই কি দিবি একটু খানি
স্বস্তি আমায় ধার।