ঐ ট্রাম্প ট্রাম্পরে
তুই খালি ড্রামরে,
তোর ড্রামেতে তেল নাই
খাবি কিরে জলপাই।
তোর মাথার চুলে
কাক বসেছে ভুলে,
কাকের ঠোঁটে গাধার মল
তোর মূখে পড়ল কাল।
তুই জানিসনা রাজনীতি
করিস শুধু হাতাহাতি,
তোর বগলের গন্ধ
ইসরাইলের দন্ধ।
ঐ ট্রাম্প ট্রাম্পরে
তুই একটা ডিমরে,
তোর ডিমে কুসুম নাই
শুধু পচা গন্ধ পাই।