স্নেহের জোয়ারে ভাসিয়ে দেবার প্রতিশ্রুতি তোমার
রয়েই গেলো তৃষিত,
আমারও স্বপ্ন গুলি কাঙাল হয়ে রইলো
তোমার বনলতা সেন চোখের নীড়ের...
আমি এইখানে উদাস মরুর উষ্ণ বাতাসে খুঁজি
বৈশাখী ঘ্রাণ, আর
তুমি ঝড়ের পরে এলোমেলো ঘরে
একাএকা কর বুঝি স্মৃতিতে বিমুগ্ধ স্নান!
সময়ের স্রোতে ভাসতে ভাসতে তুমি আর আমি আজ বহুদুর,
সমুদ্রের ওপারে তুমি
এ পারে আমি
মধ্যিখানে শুধু অথৈ ভালোবাসা তরঙ্গে ভাঙ্গে জীবনের নোঙর।