আকাশের দিকে চেয়ে থাকি আজকাল,
বাতাসের দিকে চেয়ে থাকি -
দু'হাত বাড়িয়ে চেয়ে থাকি নদীর স্রোতের দিকে,
মেঘের পানে চেয়ে থাকি
বৃষ্টি জলের শীতল স্পর্শের গভীরে... চেয়ে থাকি;
প্রতিদিন চেয়ে থাকি ভোরের সূর্যের সুপ্ত উদয়ে,
রাতের শেষে
নতুন প্রত্যাশায় চেয়ে থাকি প্রত্যুষের যাত্রা পথে,
তারপর দুপুর, এবং বিকেলের শেষ প্রান্তে ও...
রাতে ঘুমোতে যাবার আগে আরেকবার
চেয়ে থাকি শেকলহীন দরোজা খোলার শব্দের;
যদিও সুস্বপ্ন আমারে কখনও ছোঁয় না
তবু, স্বপ্নেও আমি চেয়ে থাকি...
আমার এই সুদীর্ঘ পথ চেয়ে থাকা
সু দিনের ঠিকানা কি কেউ বলে দিতে পারো !