এক নিঃস্ব মানুষের চোখ ভরা স্বপ্ন আর
পেট ভরা ক্ষুধা ছাড়া-
কিছুই থাকেনা তার নিজের বলতে;
যেমন আমার কথাই ধরা যাক;
দৌড়াতে দৌড়াতে এখন পৌড়ত্বে নিয়েছি আশ্রয়
তবু, ক্ষুধার আগুন ছাড়েনি পিছা,
বৃষ্টি জল ডুবিয়েছে আমার অন্তঃসত্ত্বা ধানি জমি
আর নদী ভেঙ্গেছে ঘরণীর কোল;
বাতাসে ভাসমান শুকনো পাতার জীবন পেয়েছি
ভাগ্যের করুণা দান,
রোদে পুড়ি, ঘামে করি দুপুর স্নান
আর স্বপ্ন নিয়ে বাঁচি -
মৃত্যুতে হবো বলে ম্লান....!