(ফেরদৌসী বেগম শিপা, বাড়ী ফেঞ্চুগঞ্জ সিলেট,  সিলেট ছড়া পরিষদের সদস্যা এবং আমার সব চেয়ে ভালো বন্ধুছিল।তার সাথে দেখ হয় ১৯৯২/৯৩ সালে দৈনিক সিলেট বাণী  পত্রিকার অফিসে ছড়া পরিষদের আসরে। তারপর থেকে সে আমার খুব ভালো বন্ধু হয়ে যায়, নিয়মিত আমাদের মাঝে পত্রালাপ হত, তার অনেক কবিতা আমি সম্পাদনা করে ভিবিন্ন পত্রিকাতে প্রকাশ করে দিতাম। তখন আমি নিয়মিত সিলাটের সব পত্রিকাতে লিখতাম এবং যাওয়া আসা করতাম। ১৯৯৫ সালের কোন এক সময় (দিন তারিখ মনে নেই) শিপা জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যায়। সে দিন আমি স্তব্দ হয়ে গিয়েছিলাম। তারপর লেখালেখি ছেড়ে মধ্যপ্রাচ্য প্রবাসি হয়ে যাই। বাংলা কবিতা ডট কম আবারো আমাকে কবিতা চর্চায় ফিরিয়ে নিয়ে আসে ২০১৭ সালে দীর্ঘ বিরতির পর। তাই আমার প্রিয় বন্ধু ফেরদৌসী বেগম শিপার স্মরনে আজকে কবিতা উৎসর্গ)


তোমার প্রস্থানের দুই যোগ পরও
এই বুকের কষ্ট একটুও হয়নি প্রশমিত,
প্রশান্তি কই তোমাকে ছাড়া,
জীবন ছন্দ হীন,
এলোমেলো আমার সন্ধ্যা সকাল দুপুর
আর রাত্রি!
আমার সব ক'টা রাত্রি জ্যোৎস্না হীন
ভয়ার্ত, নির্ঘুম অন্ধকারে বিয়ারের ক্যানে মুগ্ধতা খুঁজি,
আমার সব রুপালী স্বপ্নেরা এখন
কবিতার শব্দে বেঁধেছে ঘর;

১৯৯৫ সালে তোমার সেই চলে যাওয়ার পর
আর কখনও আমার দোয়ারে বসন্ত কুকিল ডাকেনি কুহু
ফুলেরা ফোটেনি আঙ্গিনা ভরে,
প্রাণ আছে যদিও পাঁজরে আমার
তবু প্রাণহীন কংক্রিট দেয়ালের মত নিরস প্রহর গুনি
মৃত্যুর পথ চেয়ে চেয়ে।

তোমার সেই প্রস্থান, সেই চলে যাওয়া
আমাকে বিধস্ত করে
তোমার সেই সুখী হওয়া অভিমান,
আজো আমার অশ্রুর ফোঁটায় ফোঁটায় বহমান...