পুরনো ট্রাঙ্ক খোলে
বুকের ব্যথা গুলো মাঝে মাঝে উঁকি মারে,
চোখের পাতা বেয়ে নিঃশব্দে
ভিজিয়ে দিয়ে যায়
আনকোরা স্বপ্নের সব সুপ্ত পালক;
আমি তাই আজকাল স্মৃতির দরোজাটা শক্ত করে
এঁটে দিয়ে, আধুনিক মূল্যবোধের ঠোঁটে
ঠোঁট ঘেঁষে পরিতৃপ্তি খুঁজতে নেমে যাই
জিন্সের প্যান্টে মোড়ে নড়বড়ে পা দুটো,
হাতে বিস্ট ব্যান্ড পরে
অকর্মণ্যতার কষ্ট গুলো ডাস্টবিনে জমা রাখি
রাতের শহরে রঙ্গিন চশমা পরি ভেজা চোখে
আকাশ জুড়ে থমথমে মেঘে
সিগারেটের ধোঁয়ায় স্বপ্নের পাল উড়াই;
ডিস্কো ডান্সে
সেই পুরনো ট্রাঙ্কের দরোজাটা খোলে যায় বারবার,
মধ্য বয়সী এক জোড়া লাল চোখের প্রখরতা
পুড়িয়ে নাশ করে দেয় আমার ইহকাল।