“প্রেমের কবিতা-১০”
তোমার বুকের স্নিগ্ধ শ্বাসে
আমায় একটু বসতে দিও,
তোমার চুলের উদাস হাওয়ায়
আমায় একটু ভাসতে দিও।
তোমার চোখের নীল আকাশে
আমায় বাদল হতে দিও,
না হয় কাজল হতে দিও,
না হয় পাগল হতে দিও।
“১/বিরহ”
কাল সকালের ট্রেনে
আসবে তুমি জেনে
বিষন খুশি মনটা
তাই বাজালাম ঘন্টা ।
ঘন্টা শোনে রাগলো বউ
কেন করেছো ফোনটা,
বললাম আমি ষ্টেশনে
গাড়ি আনবো কোনটা।
বউ গেল রেগে
আমি বললাম যাকনা,
আর ক’টা দিন তুমি
বাপের বাড়ী থাকনা।
“২/বিরহ”
শোনবি ওগো প্রেয়সী বউ
রোজ কেন যাস সপিং মল,
তোর বিলাসী সপিংয়ে
আমার যে হয় হার্ট ফেল।
ক্রেডিট কার্ডের বিল এসেছে
মনে ঘুর্নিঝড় এসেছে,
তোর বাপের যাবে কী
খাচ্ছে বসে পিউর ঘী।