আমারো একটা মন আছে
কেউ নিবি ?
মনটা আমার বিষণ লাজুক
শুভ্র সতেজ, স্বপ্ন বিভোর, বিষণ ভাবুক,
কেউ নিবি?

মনটা আমার নদীর মতো বিশাল
কেউ কাটবি সাতার  আমার জলে
কেউ নিবি…………কলসি ভরে জল।

মনটা আমার রাত্রি জ্বাগা চাঁদ
হাসতে ভালবাসে,
কেউ নিবি একটু হাঁসি, হেঁসে,

মনটা আমার শ্রাবণ মাসের বৃষ্টি
কেউ ভিজতে যাবি বন্ধ করে দৃষ্টি,

কেউ নিবি ?
মনটা আমার, নিবি ?