আজ তোমাদের স্বপ্নে দেখা
মিলন মেলা,
সব কবিরা
খেলবে খেলা,
ছন্দে ছন্দে নাচবে মন
পদ্যে গদ্যে মিলবে ক্ষন।

তীব্র শীতের নরোম রোদে
হাতে হাত তপ্ত হবে,
মিলন সুখের উল্লাসে আজ
মাতবে সবাই কলরবে।

আজ বিকেলে ঢাকায়
জ্যাম হবেরে চাকায়,
আসবে কবি দলে দলে
কবিতা ডট কম বলে বলে।

শুভ হোক, শুভেচ্ছা
সব কবিদের ইচ্ছা,
নতুন দিনের নতুন গানে
আমায় রেখো একটু মনে।

(আসতে আমি পারছিনাতো তাই
          সবার কাছে ক্ষমা চাই।)