সেই বুঝতে শেখার দিন থেকেই স্বপ্ন বোনা শুরু;
লাঙ্গল মাটির কর্ষণে
বৃষ্টি জলের বর্ষণে
ভাতের স্বপ্ন, মাছের স্বপ্ন;
ইট পাথুরে ঘরের স্বপ্ন,
পাথর ভেঙ্গে ভেঙ্গে খুঁজতাম একদিন
মায়ের উদাস মুখের হাসি;
পিতার ছেঁড়া পাঞ্জাবিটা বদলে দেবার
স্বপ্নটা যে মাথার মগজ খাবলে খেত
বিনিদ্র রাত ।
স্বপ্নের ডানা জাপটে জাপটে একদিন
মরুর উদ্যানে পৌঁছে দেখি,
রোদের কামড়ে আহত তৃষ্ণার্ত অসংখ্য স্বপ্নবান চোখ
ঘাম জলে স্বপ্ন ধুয়ে
অশ্রু জলে ভিজিয়েছে ঠোঁট,
কেউ বা মগ্ন বিয়ারের নেশায়
কেউ কেউ রাতের অন্ধকারে খুঁজে রঙ্গিন বাতির ধুপ।
কত স্বপ্ন পুড়িয়ে এলাম পথের বাঁকে বাঁকে;
বোনের চিঠির বায়না গুলো,
মায়ের নাক ফুল আর প্রিয়ার কানের দুল;
কত স্বপ্ন এলোমেলো আজো কাঁদায়
পাথর ভাঙ্গায়......