আঁধারেতে পথ চলি
হাতে নিয়ে হারিকেন,
আমি রোজ জীবনের
সংগ্রামে হারিক্যান?
ভোর হবে এই ভেবে
পথে পথে চলি রোজ,
কেউ নেই হাত ধরে
প্রভাতের দেবে খুঁজ।
প্রদীপের আলো আজ
নিভে নিভে যায় বুঝি,
জীবনের রঙ খুঁজে
জীবনেরে হারিয়েছি।
কাঁদা মাখা অলিগলি
বিয়ারের খালিক্যান,
আমি রোজ জীবনের
সংগ্রামে হারিক্যান?