আমি একটা ভালো মানুষ হতে পারলাম না,
উচ্ছন্নে যাবার আগে তো ভাবিনি
ক্রিয়া ফল,
মদের বুতলের মধুরতা ছিঁড়ে ছিঁড়ে খেলো
আমার শৈশব আর যৌবন,
মা বাবার দুঃখ হয়ে রয়ে গেলাম আজন্ম
অসংশোধিত, বেখেয়ালি পনায় মগ্ন,
আমি একটা ভালো মানুষ হতে পারলাম না;
মুঠো ভরা দারীদ্রতা ফেলতে পারিনি কোন ডাস্টবিনে
দৃঢ় প্রত্যয়ে চলতে পারিনি পথ
ব্যর্থতা গিলে খেয়েছে পূঁজি সমেত
আমার স্বপ্নের একচালা ঘর;
শ্রাবণে ভিজিয়েছে বৃষ্টি,
ফাগুনে ঝরে গেছে ঘামে ঘামে মেধা ও মনন,
করতলে পুষেছিলাম কিছু দ্রোহ
পেটের ক্ষুধায় তাও হয়ে গেছে নিলাম।
কাউকে হাসাতে না পারার কষ্ট আমারই থাক
মানুষ না হতে পারার কষ্ট আমার নয়,
আমার কষ্ট শুধু একটাই
কেন ফুল পাখী অথবা প্রজাপতি হলেম না!!