অবুঝ মনের সবুজ দেয়ালে স্বপ্ন এঁকে
তুই পালালি কই,
আমার হৃদয় বিষণ জ্বরে কাপছে একা
ক্যামনে আমি সই।
বর্ষা গেলো ফাগুন এলো তুই এলিনা ফিরে
আমার চোখে শ্রাবণ মাসের বৃষ্টি শুধুই ঝরে।
নাইবা দিলে এক মুঠো প্রেম
একটু হাসি- শুভ্র চাঁদনী রাত,
একটু এসে দেখতে যদি,
কেমন আছি- ক্যামনে কাটে রাত।